প্রকাশিত: Thu, Dec 8, 2022 6:28 PM
আপডেট: Fri, May 9, 2025 11:07 AM

বিজেপিকে হটিয়ে আম আদমি পার্টির দখলে দিল্লি পৌরসভা

ইমরুল শাহেদ: ভারতের দিল্লিতে স্থানীয় সরকার নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে আম আদমি পার্টি। আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে দিল্লি পৌরসভায় বিজেপির ১৫ বছরের রাজত্বের অবসান ঘটল। ২৫০ জন কাউন্সিলর নির্বাচনের জন্য গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষিত হয় ৭ ডিসেম্বর। হিন্দুস্তান টাইমস

গণমাধ্যমটি জানিয়েছে, পৌরসভায় আম আদমি পার্টি পেয়েছে ১৩৬টি আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল ১২৬টি আসন। অন্যদিকে সবশেষ পাওয়া ফলে বিজেপি পেয়েছে ৯৭টি আসন। এ ছাড়া কংগ্রেস পেয়েছে ৯টি আসন। আউটলুকের প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে দিল্লির রাজনীতিতে আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়াল প্রভাবশালী হিসেবে আসন আরো পাকাপোক্ত হলো, যা বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০২৪ সালে প্রভাব বিস্তার করবে।  

নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, আপ এ বছর পেয়েছে ৪২ দশমিক ২ শতাংশ ভোট। ২০১৭ সালের ভোটে আপ পেয়েছিল ২৬ দশমিক ২৩ শতাংশ। শতাংশের বিচারে ভোট বেড়েছে বিজেপিরও। তারা পেয়েছে ৩৯ দশমিক ১২ শতাংশ ভোট, যা ২০১৭  সালে ছিল ৩৬ দশমিক ৮ শতাংশ। ২০১৭ সালের তুলনায় ভোট বাড়লেও বিজেপির জেতা ওয়ার্ড ১৮২ থেকে নেমে এল ১০৪ টিতে। গত ভোট কংগ্রেসের ওয়ার্ড ছিল ৩০। এবার তা নেমে এলো ৯টিতে। এবারের নির্বাচনে বিজেপি তাদের প্রচারে সামনে এনেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, তাতেও অবশ্য হার এড়াতে পারেনি দলটি। সম্পাদনা: খালিদ আহমেদ